
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন ৩ বিজিবি (লোগাং জোন)-এর অধিনায়ক লে. কর্ণেল মোঃ রবিউল ইসলাম।
মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকালে তিনি মসজিদের নির্মাণ কাজ ঘুরে দেখেন এবং অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।
পরিদর্শনকালে লে. কর্ণেল রবিউল ইসলাম মসজিদের উন্নয়ন কাজে লোগাং জোনের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। অনুদানটি গ্রহণ করেন মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ সেলিম ও পেশ ইমাম মাওলানা মোঃ দলিলুর রহমান।
লে. কর্ণেল রবিউল ইসলাম বলেন,
“ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন সমাজে শান্তি ও সম্প্রীতি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিজিবি সবসময় জনকল্যাণমূলক কাজে পাশে থাকবে এবং এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ দলিলুর রহমান জানান,“৩ বিজিবির এই অনুদান মসজিদের নির্মাণ কাজে বিশেষ সহায়তা হিসেবে ভূমিকা রাখবে। তবে এখনো সম্পূর্ণ কাজ শেষ করতে আরও আর্থিক সহযোগিতা প্রয়োজন। তাই সকল ধর্মপ্রাণ মুসলমানদের এগিয়ে আসার আহ্বান জানাই।”
মসজিদ কমিটির সভাপতি মোঃ সেলিম বলেন,
“লোগাং জোনের অধিনায়ক সাহেব আমাদের মসজিদ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং আর্থিক অনুদান প্রদান করেছেন। আমরা তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মসজিদ উন্নয়ন কমিটি ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা লোগাং জোনের এ মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্মাণ কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
মানুষের কল্যাণে বিজিবি সেবা, শান্তি, উন্নয়ন ও সম্প্রীতির পথে এক অগ্রযাত্রা।