
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এরপর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমা তুজ-জহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, সহকারী সমবায় কর্মকর্তা শাহ আপেল মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা রেজাউল ইসলাম ও প্রধান শিক্ষক তাজুল ইসলাম প্রমুখ।
সভা শেষে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ইউএনও জিয়াউর রহমান।