স্টাফ রিপোর্টারঃ
দেশের উত্তর অঞ্চল থেকে মাদক নির্মূলে র্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে আসছে এবং মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ইং ৩১/১০/২০২৫ তারিখ দুপুর ০১.৫০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানাধীন ভেলাগুড়ি ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের পূর্ব কাদমা গ্রামস্থ ধৃত আসামী আমিনুর ইসলাম এর বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে আসামির ব্যবহৃত মটরসাইকেল তল্লাশীকালে মটরসাইকেলের পিছনে বস্তার মধ্যে রক্ষিত ৩৯ বোতল ফেন্সিডিল ও ০৪ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আমিনুর ইসলাম (৪০), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং-পূর্ব কাদসা, ০৫নং ওয়ার্ড ভেলাগুড়ি ইউপি, থানা-হাতিবান্ধা, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করে।
অন্য একটি অভিযানে ৩১/১০/২০২৫ তারিখ সন্ধ্যা ০৬.০০ ঘটিকায় র্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ৫নং চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর পোস্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামিদের ব্যবহৃত মটরসাইকেল তল্লাশীকালে মটরসাইকেল দুটির পিছনে বস্তার মধ্যে রক্ষিত ১০০ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য CHOCO+ এবং ৯৬ বোতল ESKuf ও দুইটি মোটরসাইকেল জব্দসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রুহুল আমিন (২২), পিতা-মৃত মজিবর রহমান, সাং-খামারভাতী, চন্দ্রপুর ইউনিয়ন এবং ২। কাউছার ইসলাম (২১), পিতা-মেহের আলী, সাং-চন্দ্রপুর, চন্দ্রপুর ইউনিয়ন, থানা-কালীগঞ্জ, জেলা-
লালমনিরহাট’দ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিকভাবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে ধৃত আসামিগণ অত্যন্ত কৌশলে ফেন্সিডিল,গাঁজা, ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ ( ESkuf) ও CHOCO+ প্রভৃতি মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলো। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক ধৃত আসামিগণ ও জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রেখেছে।
Like this:
Like Loading...
Related