
ষ্টাফ রিপোর্টারঃ
দিন যত যাচ্ছে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দোল ততই বাড়ছে। আভ্যন্তরীণ কোন্দোলের কারনে আগামী সংসদ নির্বাচনে বিএনপির যে সুযোগ রয়েছে তা হাত ছাড়া হতে পারে বলে সাধারণ ভোটাররা মনে করছে।রংপুরে অতিথে দীর্ঘ দিন এই আসনটি বিএনপির দখলে ছিল পরবর্তীতে সাংগঠনিক কার্যক্রম ঝিমিয়ে পড়ার কারণে তা হাত ছাড়া হয়ে যায় এবং শুরু হয় উপজেলা বিএনপির মাঝে কোন্দল ও মতবিরোধ।বিরোধী দলে থাকা অবস্থায় মিঠাপুকুর উপজেলা বিএনপির যে কয়েক জন নেতা কর্মী দলের দুঃসময়ে মিছিল মিটিং নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে গেছে বর্তমান ঐসব নেতাকর্মী সুবিধা বাদী কিছু নেতা কর্মীর হাতে জিম্মি হয়ে পড়েছে।আগামী সংসদ নির্বাচন সামনে রেখে সুবিধা বাদী নেতাকর্মীরা একজোট হয়ে বর্তমান নিজেদের স্বার্থ হাসিলের জন্য মরিয়া হয়ে পড়েছে। উপজেলা বিএনপির এ কোন্দল শুধু উপজেলা নেতাকর্মীর মধ্যে সীমাবদ্ধ নেই তা এখন ১৭ টি ইউনিয়নের নেতাকর্মীর মাঝে প্রভাব ফেলেছে।মিঠাপুকুর উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বর্তমান মিছিল মিটিং গুলোতে প্রকাশ পাচ্ছে। সভাপতি একক ভাবে সভা সমাবেশ করছে, অন্যদিকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন গোটা উপজেলার ১৭ টি ইউনিয়নে বিভিন্ন ভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।বিএনপির কেন্দ্রীয় নেতারা দলের মধ্যে একাধিকবার অভ্যন্তরীন কোন্দোল নিষ্পত্তির কথা বললেও মিঠাপুকুর উপজেলা বিএনপি মানছেনা বলে জানাগেছে।উপজেলা বিএনপির এই কোন্দলের বিষয় নিয়ে সভাপতি গোলাম রাব্বানীর সাথে কথা হলে তিনি বিষয় টি সম্পুর্ণ মিথ্যা বলে এড়িয়ে গেলেও সিনিয়র সহ সভাপতি ফৌজিয়া ইয়াসমিন কণা ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক ইমন বিষয় টি স্বীকার করেছে।