
“আমি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, আল্লাহর রাসূলের নির্দেশনা মোতাবেক জীবন এবং ব্যবসা পরিচালনা করি, সঠিক উপায় যাকাত আদায় করি, সরকারের নির্দেশনা অনুযায়ী পরিপূর্ণভাবে ইনকাম ট্যাক্স প্রদান করি, ইমপোর্ট ব্যবসায়ী হওয়া শর্তেও পৃথিবীর কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আজ পর্যন্ত আমাকে একটি টাকা লোন দিতে পারে নাই, কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আমার কোন এফডিআর বা ডিপিএস নাই, অর্থাৎ সুদের কোন হিসাব আমার জীবনের সাথে সংযুক্ত নাই, পৃথিবীর কোন মানুষ আমার কাছে একটি টাকাও পাবে এমন কোন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যাবে না, কখনো কাহারো কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় অথবা টাকা হাওলাত নেয়ার ইতিহাস আমার জীবনে নাই, মানুষের বিপদে সাধ্য অনুযায়ী সহযোগিতা করি এবং পাশে দাঁড়াই, সহযোগিতা করতে না পারলে ভালো পরামর্শ দেই, এটাই আমার নৈতিকতাবোধ ও পারিবারিক শিক্ষা।
আমার এ কথা ও কাজের মধ্যে কেউ অমিল খুঁজে পেলে আমি রাজনীতি থেকে সরে দাঁড়াবো। আমি হঠাৎ রাজনীতির অঙ্গনে পা রাখেনি। ১৯৮৯ সাল থেকে আমি ছাত্রদল পরে বিএনপি’র রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে আমি অর্থ সম্পদ গড়তে আসিনি। আমি জনগণের কল্যাণ করতে চাই, সেবা করতে চাই। জনগন যদি আমাকে খেদমত করার সুযোগ দেয় আমি তাদের পবিত্র আমানত কখনো খেয়ানত করবো না”