হাত বাড়ালেই মিলছে মরণ নেশা খোড়াগাছ উত্তরপাড়ায় মাদকের আখড়া
প্রকাশিত:
সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
৮১
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রুকণীগঞ্জ খোড়াগাছ উত্তরপাড়া (কুঠিপাড়া) গ্রামে দিন দুপুরে প্রকাশ্য বিক্রি হচ্ছে গাঁজা, ইয়াবা, হিরোইন সহ সকল নেশা দ্রব্য।পুলিশের তালিকা ভুক্ত বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী দাপটের সাথে গোটা ইউনিয়ন জুড়ে তাদের ব্যাবসা চালিয়ে আসছে।দেশের প্রেক্ষাপট পরিবর্তনের পর ইউপি চেয়ারম্যান গা ঢাকা দিলে খোড়াগাছ ইউনিয়নের আইন শৃঙ্খলা অনেকটা অবনতি ঘটেছে।গতকাল খোড়াগাছ উত্তরপাড়া (কুঠিপাড়া) গ্রামে সরেজমিনে গিয়ে এলাকা বাসীর সাথে কথা হলে তারা জানান – এখানে মাদক ব্যাবসার সাথে জড়িত মোস্তাফিজার রহমান ফিজার,আবু কালাম,মনিরুল ইসলাম(মনির),মনজারুল ওরফে (মনজা) সহ বেশ কয়েক জন মাদক ব্যাবসায়ী এলাকায় প্রকাশ্য মাদক ব্যাবসা চালিয়ে আসছে।বর্তমান এলাকার যুব সমাজ নষ্ট হওয়ার পাশাপাশি দিন দিন এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছে। মাদক ব্যাবসা নিয়ে ঐ ওর্য়াডের ইউপি সদস্যের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বিষয়টি থানা পুলিশ অবগত তারা জোড়ালো কোনো কিছু ব্যবস্থা গ্রহণ না করায় মাদক ব্যাবসায়ীরা দাপটের সাথে এলাকার মানুষকে দাবিয়ে রেখেছে। এলাকা বাসী অবিলম্বে এলাকার পরিবেশ বজায় রাখতে মাদক ব্যবসার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপার সহ মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতি জোর দাবি জানিয়েছে।