র্যাবের যৌথ অভিযানে নীলফামারী জেলার চাঞ্চল্যকর অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার এবং নাবালিকা ভিকটিম উদ্ধার
প্রকাশিত:
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
২১৪
বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ
এলিট ফোর্সেস র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, অপহরণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। মামলার এজাহার সুত্রে জানা যায় আসামি মোহাম্মদ জিহাদ (১৯), ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সাথে পরিচিত হয়। গত ইং ১৪/১০/২০২৫ তারিখ সকাল ০৭.০০ ঘটিকায় নাবালিকা ভিকটিমকে বিবাহের প্রলোভন দেখিয়ে আসামী মোহাম্মদ জিহাদ নীলফামারী জেলার জলঢাকা থানাধীন গড় ধর্মপাল সর্দারের হাট মাঝপাড়া এলাকা হতে সুকৌশলে জোরপূর্বক অপহরন করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নীলফামারী জেলার জলঢাকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২০, তারিখ -১৬/১০/২০২৫ ইং ধারা- ৭/৩০, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০২০)।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং ২৬/১০/২০২৫ তারিখ রাত ০১.৫৫ ঘটিকায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ও র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল ময়মনসিংহ জেলার ত্রিশাল থানাধীন রাঙ্গামারা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ১নং এজাহারনামীয় পলাতক আসামী মোহাম্মদ জিহাদ (১৯), পিতা-মোঃ এমদাদুল হক, সাং-ত্রিশাল, থানা-ত্রিশাল, জেলা-নীলফামারী’কে গ্রেফতার এবং নাবালিকা ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।পরবর্তী কার্যক্রমের জন্য ভিকটিমসহ ধৃত আসামীকে নীলফামারী জেলার জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে।