
আমতলী প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে গতকাল (২৫ অক্টোবর) রোজ শনিবার, রাতে, আমতলী,উপজেলার নুরজাহান, ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে, ইসলামি, আন্দোলন বাংলাদেশ, এর আমতলী, শাখার, ইউনিয়ন পর্যায়ের প্রায় ৩, শতাধিক নেতাকর্মীরা বি এনপিতে, যোগদান করেন৷ জানা গেছে ইসলামী আন্দোলনের,আমতলী সদর ইউনিয়ন কমিটির, সহসভাপতি, মোঃ নাসির উদ্দিন, হাওলাদারের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী, বিএনপি তে যোগদেন৷সেখানের আনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা বি এন পির,নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, আহ্বায়ক কমিটির, সদস্য সচিব হুমায়ুন আজত শাহিন৷ আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জালাল উদ্দীন ফকির, সদস্য সচিব মোঃ তুহিন মৃধা, পৌর বিএনপি আহ্বায়ক কবির ফকির, আমতলী সদর ইউনিয়নের প্যানেল চ্যায়ারম্যান ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ খান তাপস সহ আরো অনেক নেতাকর্মীরা উপস্থিত থেকে ফুলেরতোরা দিয়ে তাদের বরণ করে নেন৷