1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর নতুন বাসষ্ট্যান্ড থেকে ডাম ট্রাক রাতে অন্ধকারে চুরি জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য পদ পেলেন রাজাপুরের সন্তান শহিদুল ইসলাম বগুড়ায় যৌথ বাহিনীর ‘ক্র্যাকডাউন’: ইয়াবা–হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ প্রধান উপদেষ্টার মাদকবিরোধী অভিযানে গাঁজা উদ্ধার, তিনজন দণ্ডিত আলোর পথিক ফাউন্ডেশনের সৌজন্যে ও বেগম রোকেয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে রোকেয়া মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হাদির হত্যাকারী দেশের বাইরে চলে যাওয়ার তথ্য নেই: পুলিশ নওগাঁসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে মৃদু শৈত্যপ্রবাহ খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ, বেড়েছে শীতের তীব্রতা ডিএনসির অভিযানে চোলাইমদ ও ওয়াশ উদ্ধার, যুবক আটক চুয়াডাঙ্গা জেলায় মাথাভাঙ্গা নদীর চিত্র

দেওয়ানগঞ্জে একটা রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছে প্রায় ১৫ টি পরিবার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মধ্য পাড়া গ্রামে একটা রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছে মাওলানা খলিলুর রহমানের পরিবার সহ প্রায় ১৫টি পরিবার।

স্থানীয় সুত্রে জানা যায়, এক সময়ের ব্যস্ততম রাস্তা ছিলো এটি, এখান দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবের ছাত্র ছাত্রী এবং গরু মহিষ, ছাগল ভেড়া, মালামাল পরিবহন সহ ফসলাদী নেওয়া আনার জন্য চলতো বিভিন্ন ধরণের গাড়ী। কিন্তু কিছু দিন যাবৎ রাস্তা বন্ধ হওয়ায় এসব চলছে না, খুবই কষ্টে মানবেতর জীবনযাপন করছে পরিবার গুলো।

ভুক্তভোগী মাওলানা খলিলুর রহমান বলেন – এখানে আমরা প্রায় ১৫ থেকে ২০টি পরিবার বসবাস করি ৩০ বছর যাবৎ, এযাবৎ রাস্তা ছিলো আমরা যাতায়াত করেছি গাড়ি ঘোড়া যানবাহন চলাচল করেছে, হঠাৎ ৫ মাস যাবৎ বন্ধ করে ঘর তুলে বেড়া দিয়েছে পার্শ্বের বাড়ীর লোকজন। এজন্য আমরা আবদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করা হয়েছে, মামলা নং সিআর ৩৩৯ যা তদন্তাধীন রয়েছে। সরকারের কাছে আকুল আবেদন যেনো দ্রুত রাস্তাটা খোলাসা করে দেওয়া হয়।
ভুক্তভোগী শাহ আলম বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় রাস্তায় গাড়ি নিয়ে চালাতে পারি না কি করে খামু? তাই দ্রুত রাস্তাটা খোলাসা করে দেওয়া অনুরোধ করছি।
গ্রামবাসী আবুল কাশেম বলেন- আমরা ছোট বেলা থেকে দেখে এসেছি এখান দিয়ে রাস্তা, এ রাস্তা দিয়ে মানুষ জন গাড়ি ঘোড়া, যানবাহন চলাচল করতো, কিন্তু এখন রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে আর কিছু চলতে পারে না, পরিবার গুলো খুবই অসুবিধায় আছে, দ্রুত রাস্তা টার ব্যবস্থা করা জরুরি।
ভুক্তভোগী শাহীন বলেন, রাস্তা বন্ধ থাকায় আমরা ১৫ /২০টা পরিবার যাতায়াত করতে অসুবিধার মধ্যে আছি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এছাড়াও রাস্তা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী আরো ১০ থেকে ১২ জন, রাস্তা বন্ধ হওয়ায় খুবই কষ্টে আছে তারা।

তবে, অভিযুক্ত কাদের ব্যাপারীদের পরিবারের কাছে জানতে চাইলে বলেন, আমাদের তেমন জমি নেই আমার অসহায় বোন ভাতিজিকে ঘর তুলে দিয়েছি, রাস্তা দিলে এই অসহায় গুলো কোথায় যাবে? ঘর ভেঙ্গে রাস্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট