
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ী মধ্য পাড়া গ্রামে একটা রাস্তার অভাবে মানবেতর জীবনযাপন করছে মাওলানা খলিলুর রহমানের পরিবার সহ প্রায় ১৫টি পরিবার।
স্থানীয় সুত্রে জানা যায়, এক সময়ের ব্যস্ততম রাস্তা ছিলো এটি, এখান দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তবের ছাত্র ছাত্রী এবং গরু মহিষ, ছাগল ভেড়া, মালামাল পরিবহন সহ ফসলাদী নেওয়া আনার জন্য চলতো বিভিন্ন ধরণের গাড়ী। কিন্তু কিছু দিন যাবৎ রাস্তা বন্ধ হওয়ায় এসব চলছে না, খুবই কষ্টে মানবেতর জীবনযাপন করছে পরিবার গুলো।
ভুক্তভোগী মাওলানা খলিলুর রহমান বলেন – এখানে আমরা প্রায় ১৫ থেকে ২০টি পরিবার বসবাস করি ৩০ বছর যাবৎ, এযাবৎ রাস্তা ছিলো আমরা যাতায়াত করেছি গাড়ি ঘোড়া যানবাহন চলাচল করেছে, হঠাৎ ৫ মাস যাবৎ বন্ধ করে ঘর তুলে বেড়া দিয়েছে পার্শ্বের বাড়ীর লোকজন। এজন্য আমরা আবদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। এ বিষয়ে গত ৪ সেপ্টেম্বর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করা হয়েছে, মামলা নং সিআর ৩৩৯ যা তদন্তাধীন রয়েছে। সরকারের কাছে আকুল আবেদন যেনো দ্রুত রাস্তাটা খোলাসা করে দেওয়া হয়।
ভুক্তভোগী শাহ আলম বলেন, আমি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়ায় রাস্তায় গাড়ি নিয়ে চালাতে পারি না কি করে খামু? তাই দ্রুত রাস্তাটা খোলাসা করে দেওয়া অনুরোধ করছি।
গ্রামবাসী আবুল কাশেম বলেন- আমরা ছোট বেলা থেকে দেখে এসেছি এখান দিয়ে রাস্তা, এ রাস্তা দিয়ে মানুষ জন গাড়ি ঘোড়া, যানবাহন চলাচল করতো, কিন্তু এখন রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে আর কিছু চলতে পারে না, পরিবার গুলো খুবই অসুবিধায় আছে, দ্রুত রাস্তা টার ব্যবস্থা করা জরুরি।
ভুক্তভোগী শাহীন বলেন, রাস্তা বন্ধ থাকায় আমরা ১৫ /২০টা পরিবার যাতায়াত করতে অসুবিধার মধ্যে আছি, প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
এছাড়াও রাস্তা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী আরো ১০ থেকে ১২ জন, রাস্তা বন্ধ হওয়ায় খুবই কষ্টে আছে তারা।
তবে, অভিযুক্ত কাদের ব্যাপারীদের পরিবারের কাছে জানতে চাইলে বলেন, আমাদের তেমন জমি নেই আমার অসহায় বোন ভাতিজিকে ঘর তুলে দিয়েছি, রাস্তা দিলে এই অসহায় গুলো কোথায় যাবে? ঘর ভেঙ্গে রাস্তা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না।