
আলমডাঙ্গা প্রতিনিধিঃ
আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি আলহাজ্ব মজিবার রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৭টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।
মরহুম মজিবর রহমান আলমডাঙ্গা উপজেলা বিএনপির একজন বর্ষীয়ান নেতা, সফল ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। তিনি দীর্ঘদিন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে বিএনপি পরিবার, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আজ বিকেল ৪টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে গোবিন্দপুর জান্নাতুল নাঈম কবরস্থানে দাফন করা হবে।