র্যাব-১৩ এর অভিযানে রংপুরে বিধবা নারীকে হত্যার প্রধান আসামি গ্রেফতার
প্রকাশিত:
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
৮০
বার পড়া হয়েছে
ফিরোজ মাহমুদ,ষ্টাফ রিপোর্টারঃ
এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে এবং নারীর প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে ।এরই ধারাবাহীকতায় গত ইং ২১/১০/২০২৫ ইং রাত ১০.০৫ ঘটিকায় বিধবা নারীকে হত্যার মামলার প্রধান আসামিকে সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন ০৮ নং গাড়াগ্রাম ইউপির অন্তর্গত পশ্চিম দলিরাম গ্রামস্থ জনৈক শ্রী ধীরেন্দ্রনাথ এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে আসামি শ্রী কমল চন্দ্র অধিকারী (২৮), পিতা শ্রী মনোরঞ্জন চন্দ্র অধিকারী, সাং- গংগাচড়া মনাকষা, থানা- গঙ্গাচড়া, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, ভিকটিম কৃষ্ণা রানীর স্বামী সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার পরে ভিকটিমকে তার স্বামীর অংশের ৪০ শতক জমি রেজিস্ট্রি দলিল করে দেওয়ার কথা ছিল। এরই জের ধরে গত ০৬/০৭/২০২৫ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় ধৃত আসামিসহ অপরাপর আসামিগণ সুকৌশলে ভিকটিমের শরীরে বিষ জাতীয় দ্রব্যাদি স্যালাইন /ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করে ভিকটিমকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ০৮/২২১, তারিখ- ০৭/০৭/২০২৫ খ্রিঃ, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়াতদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।