
পার্বতীপুর প্রতিনিধিঃ
রংপুর সার্কিট হাউসে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত “শহীদ, আহত ও সাহসী সাংবাদিক সম্মাননা–২০২৫” অনুষ্ঠানে দৈনিক স্বাধীন মত পত্রিকার দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মোঃ মিরাজ ই মোস্তফা “সাহসী সাংবাদিক সম্মাননা” লাভ করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রংপুর বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, উপ-মহাপরিদর্শক (ডিআইজি), রংপুর রেঞ্জ মোঃ মজিদ আলী বিপিএম, পুলিশ কমিশনার (ডিআইজি), রংপুর মেট্রোপলিটন মোহাম্মদ কাওছার জামান বাবলা, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ আলমগীর গনি, মহাসচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, জাতীয় সাংবাদিক সংস্থা।
সঞ্চালনা করেন জনাব আশরাফ খান কিরণ, সাংগঠনিক সচিব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
সাহসী সাংবাদিক সম্মাননা স্মারক গ্রহণের পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোঃ মিরাজ ই মোস্তফা বলেন,
“এই সম্মাননা আমার সাংবাদিকতা জীবনের এক অনন্য স্বীকৃতি। এটি আমাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও নির্ভীকভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।”
অনুষ্ঠানে সাংবাদিকতা, সমাজসেবা ও মানবিক অবদানের জন্য বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদেরও সম্মাননা প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি সাংবাদিকদের ঐক্য, সাহস ও পেশাগত নিষ্ঠার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।