কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫ এ জিপিএ-৫ পাওয়া ২২৫ জন কৃতি শিক্ষার্থীকে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া বলেন, “তোমরাই ভবিষ্যতের বাংলাদেশ। আজকের এই অর্জন শুধু তোমাদের নয়—তোমাদের পরিবার, শিক্ষক ও সমাজেরও গর্ব। সামনে আরও বড় স্বপ্ন দেখো, নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে চলো। শিক্ষা শুধু সাফল্যের পথ নয়, মানুষের মতো মানুষ হওয়ার শক্ত ভিত্তি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মশিউর রহমান, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার, সিরাজনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান,চুনকুটিয়া বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, ইস্পাহানি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং শিক্ষা উন্নয়নে সরকারের অব্যাহত প্রচেষ্টার প্রশংসা করেন।