ক্রীড়া ডেস্কঃ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে টস জিতেছেন বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। টস হেরে আগে ফিল্ডিংয়ে ওয়েস্ট ইন্ডিজ।
মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকরা আজ চারজন স্পিনার ও একজন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে। একাদশে এনেছে একটি পরিবর্তন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে।
টস জিতে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বলেন, “ড্রেসিংরুমে আমাদের আলোচনা মূলত দলীয় পরিকল্পনাকে ঘিরেই ছিল। বিশেষ করে মাঝের ওভারে স্পিন মোকাবিলায় আমরা কীভাবে কৌশল সাজাব, সেটি নিয়েই বেশি কথা হয়েছে।
বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলেছেন, ‘‘আমরা টস জিতে ব্যাট করতে চেয়েছিলাম। আমার মনে হয়, এই উইকেটে ২৩০ থেকে ২৪০ রান খুব ভালো স্কোর। আগের ম্যাচে আমরা পূর্ণ ৫০ ওভার খেলতে পারিনি। তাই অন্তত ৩০ রান কম হয়েছিল। যদি এবার পুরো ওভার খেলতে পারি, তাহলে এমন স্কোর সহজেই পাওয়া সম্ভব।’’
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শেই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শারফেইন রাদারফোর্ড, আকিম অগাস্টে, রস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেইন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।