ময়মনসিংহ কর আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট সোহাগ
প্রকাশিত:
রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
১৩২
বার পড়া হয়েছে
আঞ্চলিক প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ময়মনসিংহ ইউনিটের সভাপতি নির্বাচিত হয়েছেন আজিজুল হাই সোহাগ। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রমিজ উদ্দীন সম্প্রতি ১৫ সদস্যদের ময়মনসিংহের আংশিক কমিটির অনুমোদন করেন। এতে আজিজুল হাই সোহাগকে সভাপতি করা হয়েছে। আজিজুল হাই সোহাগ এই ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সদস্য সচিব, আয়কর আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
সাবেক ছাত্রনেতা আজিজুল হাই সোহাগ ঈশ্বরগঞ্জ কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। ঈশ্বরগঞ্জ উপজেলা জাসাসের সভাপতির দায়িত্বও পালন করেছেন। ছিলেন, জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরগঞ্জ উপজেলার সিনিয়র যুগ্ম আহবায়ক। ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের যুগ্ম আহবায়কও ছিলেন। এছাড়াও কর আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি দৈনিক ডেসটিনি পত্রিকার ময়মনসিংহ ব্যুরোর দ্বায়িেত্ব রয়েছেন।