
মোয়াজ্জেম সরকার রুবেল ,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাহাতাবপুর এলাকার সরকারি খাস জমি ও ঢেপা নদীর তীরে অবৈধভাবে বালুমহল ও মাটি অপসারণ করার অপরাধে চান মিঞা নামে এক ব্যক্তিকে ফৌজদারী কার্যবিধির ২৪৫ ও ২৫৮ এর ধারা মোতাবেক ১৮/১০/২০২৫ ইং (শনিবার) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপংকর বর্মন।