1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে জুম্মার নামাজ শেষে ব্যবসায়ীকে কুপিয়ে কান বিচ্ছিন্নের অভিযোগ আগামী নির্বাচন হবে ঐতিহাসিক ও স্বচ্ছ : সিইসি হাদিকে বিদেশে নেওয়া হবে কি না, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক টংগীবাড়ীতে গ্রামের সড়কে হাঁটতে বের হয়ে প্রাণ গেছে ৪ বছরের শিশুর নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -৩ সৌদি আরবে গ্রেপ্তার ১৯ হাজারের বেশি প্রবাসী শহিদ বুদ্ধিজীবী দিবসে স্মৃতিস্তম্ভে সরাইল উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি সিংগাইরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে দুইটি ঘর পুড়ে ছাই মিয়ানমারে জান্তা বাহিনী ও আরাকান আর্মির ভয়াবহ সংঘর্ষ, বাংলাদেশ সীমান্তে আতঙ্ক

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে উৎপাদন বন্ধ।।

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিবেদকঃ

যান্ত্রিক ত্রুটির কারণে পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বর্তমানে মাত্র ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা সম্পূর্ণভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার (১৭ অক্টোবর) থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। স্টিম সেন্সরের চারটি টারবাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ইউনিটটি বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, “ত্রুটিটি কাটিয়ে উঠতে ৫ থেকে ৭ দিন সময় লাগবে বলে আমরা আশা করছি।”
বর্তমানে কেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ইউনিটটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট। এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে—এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট। ২০২০ সালে দ্বিতীয় ইউনিটটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়। চলতি বছরের ২১ জুলাইও যান্ত্রিক ত্রুটির কারণে প্রথম ও তৃতীয় ইউনিট বন্ধ হয়ে পড়েছিল; একদিন পর প্রথম ইউনিট পুনরায় চালু করা হয়।
এদিকে শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পার্বতীপুর-সৈয়দপুর বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ চলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এতে দিনাজপুরের পার্বতীপুরসহ উত্তরাঞ্চলের আট জেলায় বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট