জেলার মানুষের মুখে নূরলদীনের মতো কণ্ঠ ‘জাগো বাহে কোনঠে সবায়
প্রকাশিত:
শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
১১০
বার পড়া হয়েছে
ফিরোজ মাহমুদ রংপুর,ষ্টাফ রিপোর্টারঃ
আবারও দাবী আদায়ে ঐক্যবদ্ধ রংপুর অঞ্চলে মানুষ ৫ জেলার মানুষের মুখে প্রতিবাদী নূরলদীনের মতো কণ্ঠ ‘জাগো বাহে কোনঠে সবায়.উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি অবিলম্বে দ্রুত তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন। নিলফামারীর, রংপুর কুড়িগ্রাম, লালমনিরহাট, ও গাইবান্ধা জেলার ১১০ কিলোমিটার অঞ্চলের মানুষ প্রতি বছর বন্যার সময় যে ক্ষতির মুখে পড়ে তা থেকে রক্ষা পেতে
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বৃহস্পতিবার নদীপাড়ের ৫ জেলার মানুষ প্রায় ১০০ কিলোমিটারজুড়ে ১১ টি স্হানে মশাল মিছিল করছে।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সঃম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে হাজার হাজার মানুষের অংশগ্রহণে একসঙ্গে মশাল প্রজ্জ্বলন করা হয়।এদিকে তিস্তা নদী রক্ষা আন্দোলন মশাল প্রজ্বলন কর্মসূচিতে অংশ গ্রহণ শেষে বাড়ি ফেরার পথে লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক আব্দুল মান্নান সরকার সাবু রোড এক্সি ডেন্ট এ মৃ ত্যু বরণ করেন।