ষ্টাফ রিপোর্টারঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে বিএনপির “ঘরে ঘরে জনে জনে কর্মসূচি। বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নেতৃত্বে এই কর্মসূচি বৃহস্পতিবার সকালে পঞ্চগড় পৌরসভার ৩নং ওয়ার্ড ইসলামবাগে ৩১ দফা কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার নওশাদ জমির এলাকার স্থানীয়দের সঙ্গে দেখা করছেন, তাদের খোঁজখবর নিচ্ছেন এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি ও রাষ্ট্রক্ষমতায় গেলে প্রথম ১৮০ দিনের মধ্যে দলের প্রতিশ্রুত বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে জনগণের কাছে বিস্তারিত তুলে ধরছেন।
এ সময় ব্যারিস্টার নওশাদ জমির এর সফর সঙ্গী হিসেবে গণসংযোগ করেন উনার ছোট ভাই
বিশিষ্ট আইনজীবি ও লেখক,ব্যারিস্টার নওফল জমির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, পৌর বিএনপির এক নম্বর সদস্য শামসুজ্জামান বিপ্লব, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ মাহফুজুর রহমান বাবু, পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক,পঞ্চগড় জেলা ছাত্রদল এর সভাপতি তারেকুজ্জামান তারেক, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য পঞ্চগড়ে ১৯টি টিম গঠন করা হয়েছে, যারা আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে দলের বার্তা পৌঁছে দেবেন।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ঘরে ঘরে জনে জনে কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা জনগণের সামনে তুলে ধরছি। জনগণ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি, তাদের সমস্যাগুলোও কাছ থেকে জানতে পারছি।