চলনবিল প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার কালিকাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী খাতুনের শাস্তিমুলক বদলী হয়েছে। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফিজুর রহমান গত ২৩ সালে হজ্বে যাওয়ার সময় অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেফালী খাতুনকে তিন মাসের জন্য দায়িত্ব প্রদান করে। হাজী মানুষ হয়ে বিদ্যালয়ের অর্থ আত্বসাৎ করবে কিন্তু চক্ষু লজ্জা বলতে কিছু আছে না। তাই সে শেফালীর সাথে অলিখিত চুক্তি করে যে,বিদ্যালয়ের সমস্ত আয়-ব্যয় নিজে করবে বিনিময়ে তার সিনিয়রিটি ভেঙ্গে জুনিয়র শিক্ষক শেফালীর দায়িত্ব চলমান রাখে। শেফালীকে দায়িত্বে রেখে হাফিজুর রহমান তার স্বার্থ হাসিল করতে থাকে কিন্তু এই কাজে বাধা হয়ে দাঁড়ায় অত্র বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক চামেলী খাতুন। হাফিজুর রহমান তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্যে সুকৌশলে শেফালী ও চামেলীর দ্বন্ধ ফসাতের সৃষ্টি করে দেয়,যাহা মামলা মোকর্দ্দমাতে রুপ নেয়। উপজেলা শিক্ষা অফিস বিষয়টি টের পেলে হাফিজুর কৌশলে শেফালীর দুই ভাই স্থানীয় পত্রিকার সাংবাদিক হওয়ায় তাদেরকে শিক্ষা অফিসের বিরুদ্ধে লেলিয়ে দেয়। এরা দুই ভাই আবার হাইব্রিড আওয়ামীলীগ হওয়ায় কাউকে পরোয়া না করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন করে তটস্থ করে ফেলে। যেহেতু ম্যানেজিং কমিটিকে কোন কিছু না জানিয়ে হাফিজুর-শেফালী মিলে মিশে ২০২২-২০২৩ অর্থবছরের রুটিন মেইনটেন্যান্স,স্লিপের টাকা,প্রাক-প্রাথমিক বাবদ বরাদ্দকৃত অর্থ ভাগবাটোয়ারা করে খাচ্ছে তাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী খাতুনের বিরুদ্ধে কমিটির সদস্যসহ ১৩ জন গন্যমান্য ব্যক্তি অর্থ আত্বসাৎসহ বিভিন্ন সুনির্দিষ্ট 07টি অভিযোগ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত ইংরেজী 23/10/2024 তারিখে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির হোসেন খানের নের্তৃত্বে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি তদন্ত শেষে অভিযোগগুলোর সত্যতা পান। তদন্ত কমিটির রিপোর্ট সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জনাব মোঃ হারুনর রশিদ গ্রহন করে গত ২০ নভেম্বর ২০২৪ তারিখের জেপ্রাশিঅ/সিরাজ/বিঃমাঃ/২৪/২৭১১/৬ স্মারক নং মোতাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী খাতুনের
বিরুদ্ধে সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা,২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা রুজ্জু করে।বিভাগীয় মামলার শাস্তিস্বরুপ গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে মোরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়।