স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের স্বরণে জেলা শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা শাখায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মরহুম আলতাফ হোসেনের সৃতিচারণ করে তার সাংবাদিক জীবনের নানান বিষয় নিয়ে আলোচনা করা হয়। মরহুম আলতাফ হোসেন দৈনিক ইনকিলাব, দৈনিক আমার সংগ্রাম সহ বেশ কিছু পত্রিকায় কাজ করেন। সাংবাদিকদের একতা, শান্তি শৃঙ্খলা, তৈরি এবং নির্যাতন, নিপীড়ন বন্ধে ও সাংবাদিকদের যুক্তিক দাবি আদায়ের লক্ষ্য নিয়ে ১৯৮২ সালে মরুহুম আলতাফ হোসেন জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠা করেন। বর্তমানে দেশের অধিকাংশ জেলা, উপজেলায় এর শাখা কমিটি রয়েছে যারা সাংবাদিকদের এক্য সংহতি ও নিরাপত্তা নিশ্চিতে একটি ভারসাম্য পরিবেশে তৈরিতে কাজ করে যাচ্ছেন। জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ অক্টোবর) ২০২৪, রাত ১০টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, গাজীপুর মহানগর যুবদল, গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রার্থী, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, প্রতিষ্ঠাতা- UTSOB মোঃমাহবুব আল হাসান জিয়া, জাতীয় সাংবাদিক সংস্থা, গাজীপুর জেলা শাখা এর সভাপতি, মোঃরফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ হজররত আলী, ঢাকা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃছানাউল্লাহ ভূইয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মফতি সোহাইল মাহমুদ।