রংপুর র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শনিবার বিকালে র্যাব-১৩ এর সদর কোম্পানী, রংপুর এবং সিপিসি-
১, দিনাজপুর এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন ১৫ নং ওয়ার্ডস্থ দর্শনা মোড় হতে লালবাগগামী সড়কের ফারুক স্টুডিওর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে এবং মাদক সরবরহে ব্যবহৃত সিএনজি তল্লাশিকালে ৩১৪ বোতল ফেন্সিডিল এবং একটি সিএনজি জব্দসহ ০৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করে গয়না বেওয়া (৪০), পিতা- মোঃ মজিবুর রহমান, সাং- মধ্যম বাসুদেবপুর, শাহানাজ আক্তার স্বপ্না (২৪), স্বামী- মোঃ সুমন, সাং- বড় ডাঙ্গাপাড়া, তহমিনা (২৬), স্বামী- আব্দুল মামুন, সাং- বড় ডাঙ্গাপাড়া, মাজেদা বেগম (৬০), স্বামী- বয়েন উদ্দিন, সাং- বড় ডাঙ্গাপাড়া, মোঃ সাকিব (২২), (সিএনজি চালক), পিতা- মোঃ নুর ইসলাম, সাং- বড় ডাঙ্গাপাড়া এবং মোঃ আলমগীর হাসান (২৫), পিতা- মৃত হাসান আলী, সাং- দক্ষিণ বাসুদেবপুর, সর্বথানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর’দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসমূহ এবং গ্রেফতারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।