শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সাতপাড়া বলরামপুর গ্রামের মো. গাজিউলের বড় মেয়ে মৌমিতা (১৮) বিয়ের বাজার করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১১ অক্টোবর) বিকেলে মৌমিতা পরিবারের সদস্যদের সঙ্গে বগুড়া শহরে বিয়ের কেনাকাটা করতে যান। কেনাকাটার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা গেছে, রবিবার তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান এবং সোমবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানিয়েছেন, প্রাণবন্ত ও হাসিখুশি এই তরুণীর অকাল মৃত্যুতে গ্রামজুড়ে গভীর শোক বিরাজ করছে।