রংপুর পালপাড়া (ছোট) শ্রী শ্রী কালী মন্দিরে আলোচনা ও মায়ের জন্য গহনা উৎসর্গ।
প্রকাশিত:
শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
৮০
বার পড়া হয়েছে
ফিরোজ মাহমুদ রংপুর,ষ্টাফ রিপোর্টারঃ
কালীপূজা উপলক্ষে রংপুর মহানগরীর পালপাড়া (ছোট) শ্রী শ্রী কালী মন্দিরে আলোচনা সভা ও প্রায় ১২ লক্ষ টাকার স্বর্নের গহনা মায়ের জন্য উৎসর্গ করেন মন্দিরের সভাপতি হীরা চন্দ্র দাস উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিবেক সরকার কোষাধক্ষ্য রিন্টু চন্দ্র দাস। আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে প্রায় পাঁচ ভরি স্বর্ণের গহনা মায়ের জন্য উৎসর্গ করেন হীরা চন্দ্র দাস ও তার পরিবার এছাড়া মন্দির কমিটির পক্ষ হতে মন্দিরে অবদান রাখা ব্যাক্তিদের বরণ করে নেওয়া হয় এবং শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।