পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় আম বাগান থেকে গলার সঙ্গে হাত বাঁধা অবস্থায় সুমাইয়া নামে ৯ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপজেলার চককিত্তলি এলাকায় একটি আম বাগান থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়।
শিশু সুমাইয়া উপজেলার ছাওড় ইউপি’র চককিত্তলি গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়,সকালে গ্রামের মক্তব্যে আরবি পড়ে এসে সকালের খাবার খায় সুমাইয়া। প্রতিবেশি শিশুদের সঙ্গে খেলার কথা বলে সুমাইয়া বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পরে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাঁকে খোঁজাখুঁজি করে।
দুপুরে কুশারপাড়া মোড়ের চককিত্তলি গ্রামের উত্তরে হীরা ডাঙ্গা গ্রামের অনিলের স্ত্রী ঘাস কাটতে গিয়ে শিশুটির লাশ দেখতে পায়ে পরিবারের লোকজনকে খবর দেয় । সুমায়ার দুই হাত গলার সঙ্গে বাঁধা মুখে ঢুকিয়ে দেয়া ছিল। খবর পেয়ে পোরশা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডি পুলিশের একটি দল এই ঘটনার তদন্ত করেছে।
ইতোমধ্যে সিআইডি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।