বজলুর রহমান,শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে নবগঠিত পৌর বিএনপি কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আবুল কালাম মল্লিক এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব আজমল হোসেন সেলিম খান। নবগঠিত এই আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন হেমায়েত হোসেন খান, এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন শাহাদাত হোসেন, শফিক বেপারী, ইমতিয়াজ হোসেন চৌধুরী, মোহাম্মদ হাসান আব্দুল্লাহ, সাইদুজ্জামান নাসিম, মোঃ পান্নু গোমস্তা, আব্দুল মান্নান খান, শাহরিয়ার ফরিদ, আলমগীর হোসেন আলম প্রমুখ। সদস্য হিসেবে রয়েছেন মোস্তফা মোল্লা, দেলোয়ার হোসেন গোমস্তা (দিলু) আতাউর হাওলাদার, আব্দুল কুদ্দুস মোল্লা, শহীদ মাতুব্বর, মনিরুল হাসান, মেজবা গোমস্তা (মাসুম), হারুন অর রশিদ, ইব্রাহিম খান, শিউলি ইসলাম ও নিজাম বেপারী আহ্বায়ক আবুল কালাম মল্লিক বলেন,শিবচরের নবগঠিত পৌর বিএনপি কমিটির এই দায়িত্ব আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ও গৌরবের বিষয়। আমরা তারেক জিয়ার নেতৃত্বে ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে কাজ শুরু করেছি। জনগণকে সাথে নিয়ে শিবচর পৌরসভাকে একটি সুসংগঠিত ও ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলব।সদস্য সচিব আজমল হোসেন সেলিম খানের তিনি বলেন,তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে শিবচর পৌর বিএনপির এই নতুন কমিটি একটি উদ্যমী ও সৎ নেতৃত্বের প্রতীক। কমিটির প্রত্যেক সদস্যের মধ্যে দেশপ্রেম ও দলের প্রতি আন্তরিকতা রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে শিবচর পৌর বিএনপিকে আরও শক্তিশালী করব এবং বিএনপির আগামী নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখব
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে তারা শিবচর পৌরসভাকে একটি আধুনিক, উন্নত ও জনগণমুখী রাজনৈতিক প্ল্যাটফর্মে রূপান্তর করবেন। জনগণের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলাই হবে তাদের প্রথম অঙ্গীকার।