পার্বতীপুর প্রতিনিধিঃ
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শাকিনা বিনতে শরীফ। এসময় ব্র্যাক, ল্যাম্প, বারকোনা শিশু উন্নয়ন প্রকল্প, মহিলা বিষয়ক কিশোর-কিশোরী ক্লাবসহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তা, কর্মী, সদস্য এবং স্থানীয় কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা কন্যা শিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “কন্যা শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের স্বপ্ন ও সাহসকে লালন করতে হবে। শিক্ষা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের মাধ্যমে তারা দেশকে এগিয়ে নিতে পারে।”অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা।