ক্রীড়া ডেস্কঃ
২০২৬ সালে বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব ইতোমধ্যেই শেষ হয়েছে। জায়গা নিশ্চিত করেছে দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। এবার তাদের সামনে মূল লক্ষ্য বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি। সেই লক্ষ্যেই চলতি অক্টোবর আন্তর্জাতিক বিরতিতে প্রীতি ম্যাচ খেলবে দুই দল। ঘোষণা এসেছে স্কোয়াডও।
আর্জেন্টিনার দুই ম্যাচ যুক্তরাষ্ট্রে
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রীতি ম্যাচ দুটি খেলবে যুক্তরাষ্ট্রে। প্রথম ম্যাচে ১১ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল ৬টায়।
দুই দিন পর, ১৪ অক্টোবর শিকাগোতে দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ান দেশ পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।
এই দুই ম্যাচের জন্য স্কালোনি ২৮ জনের একটি স্কোয়াড ঘোষণা করেছেন, যেখানে রয়েছে কিছু চমক। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন রেসিং ক্লাবের ২৮ বছর বয়সী গোলকিপার ফাকুন্দো ক্যামবেসেস, রিভার প্লেটের ডিফেন্ডার লাওতারো রিভেরো ও পালমেইরাসের মিডফিল্ডার আনিবাল মোরেনো।
এশিয়া সফরে ব্রাজিল
অন্যদিকে ব্রাজিল দল অক্টোবরের প্রীতি ম্যাচ খেলবে এশিয়ায়। ১০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এরপর ১৪ অক্টোবর টোকিওতে জাপানের বিপক্ষে মাঠে নামবে তারা। এ ম্যাচ শুরু হবে বিকেল ৪টা ৩০ মিনিটে।
ব্রাজিল কোচ আনচেলত্তি ১ অক্টোবর ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারও জাতীয় দলে নেই নেইমার। তবে ফিরেছেন তরুণ তারকা রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপের আগে দল গোছাতে ও নতুনদের যাচাই করতে এ ম্যাচগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কোচরা।