আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
আবু নূর মো: শামসুজ্জামান ২৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগদান করেন। এর পূর্বে তিনি অত্র অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব) হিসেবে কর্মরত ছিলেন।
আবু নূর মো: শামসুজ্জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮ তম ব্যাচের একজন সদস্য। তিনি ২৫/০১/১৯৯৯ তারিখ এ সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বিভিন্ন উপজেলায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জেলা পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।
আবু নূর মো: শামসুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। প্রশিক্ষণ ও সরকারি সফরে তিনি ইংল্যান্ড, ফিলিপাইন, চীন, অষ্ট্রেলিয়া, শ্রীলংকা ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আবু নূর মো: শামসুজ্জামান ১৯৭০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমি পায়রাবন্দ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত ফরহাদ উদ্দিন এবং মাতা মোসাঃ সহিদা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।
বিভিন্ন অনিয়ম,দূর্নীতি,স্বেচ্ছাচারিতা, ছাত্রছাত্রীদের সাথে খারাপ আচরণ, নিদৃষ্ট সময়ের আগে বিদ্যালয় ছুটি, যোগদান থেকে একই বিদ্যালয়ে অবস্থান, বিদ্যালয়ে অনুপস্থিত, অবিভাকদের সাথে খারাপ আচরণের কারণে ২৭৫ টি বিদ্যালয়ের মধ্যে ২৫ জন প্রধান শিক্ষক বদলীর দাবী মিঠাপুকুরবাসীর। বিদ্যালয়গুলি হল মোলং নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ ন ম আশরাফুল আলম ওরফে আবু যোগদান থেকে ৩০ বছর ধরে একই বিদ্যালয়ে অবস্থান করছেন। তার ব্যবহারে এলাকাবাসী অতিষ্ট। হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় কুমার সরকার, আবিরের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওশাদ, একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূহুল আমিন, ময়েনপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, শাল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, লোহাকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সরকার, বড়পীর মহিউদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেহেলী বেগম, চাঁদপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,
কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, ভিকনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমা বেগম, তেকানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুবা বেগম, কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কুমার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, আরাজি শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকজাহেদুল ইসলাম, বারঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ, ফরিদপুর নামাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশিকান্ত, বেড়া মকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম, তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল হক, নাওকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন, ইমাদপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, রহমতপুর সোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদশা মিয়া, মির্জাপুর দিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামধন চন্দ্র,দক্ষিন রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতান, আমাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান।