ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
ঢাকা বিভাগ ছাড়বো না অন্য বিভাগে যাবো না- এই স্লোগানে পদযাত্রা, মানববন্ধন ও সমাবেশ শেষে মাদারীপুর জেলা প্রশাসক কে স্মারকলিপি প্রদান করলো মাদারীপুরে সর্বস্তরের মানুষ, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও মানবাধাধিকার সংগঠনের প্রতিনিধিরা। ৫ অক্টোবর রবিবার সকালে এ কর্মসূচী পালন করে তারা। মানববন্ধন ও স্মারকলিপি প্রদানের লক্ষ্যে সকাল ১১ টায় তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে পৌঁছান এবং সেখানে শুরু হয় সমাবেশ ও আলোচনা সভা। সচেতন নাগরিক সমাজ(সনাক) এর প্রতিনিধি মোঃ এনায়েত নান্নু, জেলা যুদলের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফুকু, এনসিপি’র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ নেয়ামতুল্লাহ, বিশিষ্ট ক্রীড়াবিদ সাবেক স্বনামধন্য ক্রিকেটার ও ক্রিকেট কোচ আমির বাবু, জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবাধিকার সংস্থা, আসক ফাউন্ডেশন মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, সমাজকর্মী ও ব্যবসায়ী মোঃ ইব্রাহিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রদল, যুবদল, এনসিপি, শিবির ও বামদলের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এসময় সেখানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন । তারা ঢাকা বিভাগ ছেড়ে অন্য কোনো বিভাগে যাবেন না বলে সরকারের কাছে অনুরোধ জানিয়ে তাদের বক্তব্যে আরো বলেছেন- মাদারীপুরবাসির কৃষ্টি-কালচার- সংস্কৃতি, ব্যবসা-বানিজ্য, শিক্ষা, ওঠাবসা, অফিস কর্ম, যাতায়াত-যোগাযোগ সহ ইত্যাদির প্রায় ৯৫ ভাগ কর্মই ঢাকার সাথে সম্পৃক্ত । স্বাধীনতার পর থেকেই মাদারীপুর- ঢাকা বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে এখনো টিকে আছে এবং ভবিষ্যতেও থাকতে হবে। এ ব্যাপারে মাদারীপুরবাসির মনের পালস্ বুঝে সরকার ও প্রশাসনকে মাদারীপুরকে ঢাকা বিভাগেই রাখতে হবে, নইলে তারা যে কোনো আন্দোলন-সংগ্রাম, অনশন, মানবন্ধন সহ বিভিন্ন শক্ত কর্মসূচীর মাধ্যমে দাবী আদায় করবেন বলে মন্তব্য করেন, প্রয়োজনে তারা রক্ত দিতেও প্রস্তুত। তারা আরো বলেন, আমরা জীবন দেবো তবু, মাদারীপুর কে ঢাকা বিভাগ থেকে আলাদা করতে দেবো না। এমনিতেই দেশের আইন-শৃঙ্খলার অবস্থা তেমন একটা ভালো না, তার উপরে আমাদের আন্দোলনে নামতে বাধ্য করা হলে সকল পক্ষের জন্য তা অকল্যাণকর হবে।
পরিশেষে, তারা সরকারের কাছে প্রদানের নিমিত্তে একটি লিখিত স্মারকলিপি মাদারীপুর জেলা প্রশাসক বরাবর পেশ করেন। এসময় জেলা প্রশাসক মোছাঃ ইয়াসমিন আক্তার অন্যত্র তার সিডিউল কাজে ব্যস্ত থাকলে তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ ফাতেমা তন্বী