নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে হাঁসাইগাড়ি বিলে এই দূর্ঘটনা ঘটে। নিহতের নাম বসু (৬০), তিনি ওই এলাকার ছুতা প্রামাণিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসু দীর্ঘদিন ধরে মাছ ধরা কাজ করতেন এবং আজও মাছ ধরার উদ্দেশ্যে বিলের পাড়ে গিয়েছিলেন। হঠাৎ বজ্রপাত হলে বসু মুহূর্তের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন, তিনি জানান, আজ দুপুরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। বজ্রপাতের কারণে ঘটে যাওয়া এই দুর্ঘটনা আমাদের সবাইকে শোকাহত করেছে। এলাকাবাসীকে নিরাপদে থাকার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করার আহ্বান জানাচ্ছি।