আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান অন্তর্বতীকালীন সরকার আগামী একনেক সভায় তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য বাজেট প্রদান এবং নভেম্বর /২০২৫ সালের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের শুভ উদ্বোধন করতে হবে। ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার আসিসিআই, রংপুর অডিটোরিয়ামে বিকালে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি সংবাদ সম্মেলনে উক্ত পরিকল্পনা বাস্তবায়নে জন্য তিনি নিম্নোক্ত কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচি হল- ৫ অক্টোবর ৫ জেলায় (তিস্তা নদী অন্তর্ভুক্ত) পথযাত্রা শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। ৯ অক্টোবর ৫ জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলায় গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর নদী তীরবর্তী ১০ টি উপজেলার মশাল প্রজ্বলন করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক জননেতা সামসুজ্জামান সামু, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ও সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন।