1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
জোর করে ইসরায়েলি পতাকায় চুমু, টয়লেট থেকে পানিও খেতে হয়েছে আটকদের শিবচরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় রিপোর্টার্স ক্লাব, মাদারীপুর জেলা শাখা অভিষেক ও পরিচিতি সভার মধ্য দিয়ে নবযাত্রা শুরু নওগাঁর হাঁসাইগাড়ি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু নান্দাইলে বাবার হত্যাকারীদের গ্রেফতারের জন্য মেয়ের সংবাদ সম্মেলন দুর্গাপূজার টানা ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা, চেনা রূপে ঢাকা শহর গাজায় অভিযান বন্ধে ট্রাম্পের আহ্বানে সাড়া দিল ইসরায়েল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবীতে নতুন কর্মসূচী ঘোষণা উপলক্ষ্যে সংবাদ সম্মেলন সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি নেতা কামাল জামাল নুরুদ্দিন মোল্লা চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন দুর্ঘটনায় একজন ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু

জাতীয় রিপোর্টার্স ক্লাব, মাদারীপুর জেলা শাখা অভিষেক ও পরিচিতি সভার মধ্য দিয়ে নবযাত্রা শুরু

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে অনুষ্ঠিত হলো জাতীয় রিপোর্টার্স ক্লাব (রেজিঃ নং-১৮৪) মাদারীপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২ টায় শহরের শকুনী লেকের পাড়ে স্বপ্নচূড়া রেষ্টুরেন্টের রুফটপে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত সংস্থার জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ তাজুল মাতুব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সার্বিক তত্বাবধান এবং দৈনিক আলোকিত নিউজের ষ্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক ও মাদারীপুর জেলার সভাপতি মোঃ ফায়েজুল শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আঃ আলীম, সাধারণ সম্পাদক এস,এম হৃদয় ইসলাম চুন্নু, আমন্ত্রিত বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপি’র সদস্য সচিব বর্ষিয়ান নেতা জাহান্দার আলী জাহান, জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মোখলেছুর রহমান, জজকোর্ট মাদারীপুর এর জিপি এ্যাডভোকেট গুলজার আহম্মেদ চিশতী (মস্তফা), বিটিভির সাবেক সিনিয়র সাংবাদিক ও জাতীয় সাংবাদিক সংস্থা মাদারীপুর জেলার প্রধান উপদেষ্টা মোঃ মাহাবুর রহমান বাদল, জেলা যুবদলের সভাপতি মোঃ ফারুক বেপারী, জেলা মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা এস,এম আরাফাত হাসান, জেলা জাতীয় রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ব্যবসায়ী মোস্তাক আহম্মেদ, সহ-সভাপতি আনোয়ার হাওলাদার সহ উক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই উক্ত সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও প্রধান অতিথি মোঃ আঃ আলীম নবগঠিত মাদারীপুর জেলার কার্যনির্বাহী কমিটির সভাপতি তাজুল মাতুব্বার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ অন্যান্য সকল সাংবাদিক নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা বরণে পরিচয় করিয়ে দিয়ে বেলেন, জাতীয় রিপোর্টার্স ক্লাব মাদারীপুর জেলা শাখা মাদারীপুরের সর্বস্তরের সাংবাদিক সমন্বয়ে গুণীজন রাজনীতিবিদ, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, সুশীলসমাজ, সচেতন নাগরিকদের নিয়ে অত্যন্ত একটি সুন্দর আয়োজন করেছে, যা প্রশংসার দাবী রাখে। তিনি সততা, নিষ্ঠা, পেশাগত দক্ষতা, মেধা,সাহস ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মাদারীপুরবাসি সহ দেশ ও জাতিকে এগিয়ে নিতে কাজ করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপি’র সদস্য সচিব বর্ষিয়ান রাজনীতিবিদ জাহান্দার আলী জাহান বলেন, বিগত পতিত স্বৈরাচারীদের আমলে সাংবাদিকরা নানাবিধ হয়রাণির শিকার হয়েছে, মুক্ত চিন্তা নিয়ে স্বাধীনভাবে তারা কলমে লিখতে পারেনি, বাক স্বাধীনতা ছিলো না, এমনকি সাংবাদিকরা হত্যা, জেল-জুলুমের শিকার হয়েছে। তিনি আরো বলেন একটি দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই রাষ্ট্রের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ সাংবাদিকদের কলম স্বাধীন করে দিতে হবে, আবার সাংবাদিকদেরও দেশ ও জাতির স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিজমরা পালিয়ে গেছে, সাংবাদিকরা এখন গণমাধ্যমে মুক্ত সংবাদ পরিবেশন করতে পারছেন, সাংবাদিকদের সম্মান করে জায়ায়াতে ইসলামী বাংলাদেশ। অনুষ্ঠানের সঞ্চালনকারী আলোকিত নিউজের সাংবাদিক শরীফ মোঃ ফায়েজুল কবীর বলেন, বিগত জুলাই গনঅভ্যুত্থানের আগের সরকারের আমলে সাগর-রুনি হত্যা হয়েছে, তাদের হত্যার বিচারের তদন্ত প্রতিবেদন ১২৫ বার পিছিয়ে, কারা তাদের হত্যা করেছে তা সকলের জানা কিন্তু তাদের মুখোশ উম্মোচন করে জাতির সামনে প্রকাশ করে সর্বোচ্চ সাজা দিতে হবে, সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে, ন্যায্য দাবী-দাওয়া পূরণ করতে হবে, তিনি আরো বলেন সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও গতকাল শুক্রবার ৩ সেপ্টেম্বর রাতে বাগেরহাটে আরেক সাংবাদিক আবু তৈয়বকে হত্যা করেছে সন্ত্রাসীরা- সাংবাদিক হত্যাকান্ড ও নির্যাতনের বিষয়টি রাষ্ট্রের একটি স্তম্ভকে নড়বড়ে করে রাষ্ট্র দূর্বল করার ফ্যাসিজম চক্রান্ত-ষড়যন্ত্র কিনা-তা খতিয়ে দেখতে হবে গোয়েন্দা সংস্থা ও সরকারকে। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্যসভাপতির সমাপণী বক্তব্যে মোঃ তাজুল মাতুব্বর প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ, উপস্থাপক সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করন। সম্মানিত অতিথি, উপদেষ্টামন্ডলী, কার্যনির্বাহী কমিট সহ সার্বিক ব্যবস্থাপনার বেশী ভূমিকা রেখে কষ্ট করার জন্য ক্রেষ্ট প্রদান করেন। এভাবেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষিত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট