মোয়াজ্জেম সরকার রুবেল,দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ী (বালাডাঙ্গী) গ্রামে তোয়াবুর রহমানের বেগুন ক্ষেতে একটি ছাগল যাওয়া’কে কেন্দ্র করে ছাগলকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে হত্যা ও ছাগলের মালিকপক্ষ সহ মারধরের শিকার হয়েছেন বলে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন উক্ত এলাকার বাসিন্দা ও ছাগল মালিক জাকিরুল ইসলাম। ঘটনাসূত্রে জানা যায় গত ০১/১০/২০২৫ ইং (বুধবার) জাকিরুল ইসলাম তার ৪ মাসের ১টি গাভীন ছাগল তার নিজস্ব জমিতে বেঁধে রেখে আসলে, পরবর্তীতে কোনক্রমে ছাগলটি ছুটে গিয়ে প্রতিপক্ষের বেগুন ক্ষেতে লাগলে তা দেখে জমির মালিক তোয়াবুর রহমান নামে সেই ব্যক্তি বাঁশের লাঠি দিয়ে ছাগলটিকে আঘাত করা শুরু করে তৎক্ষণাৎ জাকিরুলের স্ত্রী বাধা প্রদান করতে গেলে তার উপরেও বিভিন্নভাবে আঘাত হানে। এনিয়ে এলাকা চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষদের সাথে কথা বলতে গেলে অভিযুক্ত তোয়াবুর রহমান নামে সেই ব্যক্তিকে পাওয়া যায় নি। কিন্তু তোয়াবুরের পরিবারের লোকজন ঘটনাটি অস্বীকার করেন, তবে তোয়াবুরের প্রতিবেশিরা বলছেন মামলার ভয়ে জরিমানাও দিতে চেয়েছিলেন ছাগল মালিককে। এবিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত এস.আই শরিফুল ইসলাম জানান ঘটনার তদন্ত চলমান রয়েছে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।