আশুলিয়া প্রতিনিধি:
আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা অবহেলায় মিনহাজ (২) নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শিশুটির পরিবারের দাবি, ভূ’ল চিকিৎসা ও নার্সদের অবহেলার কারণে তাদের সন্তানকে হারাতে হয়েছে।
শিশুটির স্বজনরা জানান, মিনহাজকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শনিবার দুপুরে হাসপাতালটিতে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসক না থাকা অবস্থায় দায়িত্বপ্রাপ্ত নার্সরা ওষুধ প্রয়োগে গাফিলতি করেন। একাধিকবার ডাকাডাকির পরও যথাসময়ে চিকিৎসা না দেওয়ায় শিশুটির অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে সন্ধ্যার দিকে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর বাবা-মায়ের অভিযোগ, হাসপাতালে যথাযথ চিকিৎসা ব্যবস্থা ছিল না এবং নার্সদের অবহেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হাসপাতালে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।