রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে (১ অক্টোবর) রাত ১০ টায় প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ – ঝালকাঠির কৃতি সন্তান ড. জিয়াউদ্দিন হায়দার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আক্কাস সিকদার, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত,ব্যারিস্টার মইন ফিরোজী, বিএনপি নেতা মোঃ রফিক হাওলাদার ও অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তাফিজুর রহমান,রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মইনুল হক লিপু সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ড. জিয়াউদ্দিন হায়দার বলেন বিএনপিকে যদি জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় ৩১ দফা বাস্তবায়নে স্বাস্থ্য খাতকে আরো উন্নত করার কথা জানান তিনি আরো বলেন আমাদের একটাই স্লোগান আমরা গুণগত স্বাস্থ্য সেবার না পেয়ে কাউকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দিবে না।
মতবিনিময় সভায় অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক গোপাল কর্মকার।