আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদক :
রংপুরে আলোর পথিক ফাউন্ডশনের ১০ বছর পূর্তি বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, কেককাটা, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা স্কুল কলেজ গরীব ছাত্রছাত্রীদের মাসিক বৃত্তি প্রদান সংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার বিতরন।আলোর পথিক ফাউন্ডেশন এঁর চেয়ারম্যান সাজ্জাদুর রহমান কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। আলোর পথিক ফাউন্ডেশন এঁর প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাখা ব্যবস্থাপক মোরসালিন, আল মাহমুদ, কামরুজ্জামান, ভারপ্রাপ্ত ম্যানেজার মোস্তাকিম ও হাফিজুর রহমান। আলোচনা সভায় স্কুল শাখা থেকে ৫ জন ও কলেজ শাখা থেকে ২ জন অনার্স ১ জন কে মাসিক বৃত্তি প্রদান করার ঘোষনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিটন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদ আলী।