পার্বতীপুর প্রতিনিধিঃ
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গুরুত্বারোপ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ ভিত্তিক শিশু কার্যক্রমের মাসিক সমন্বয় ও সাব-ক্লাস্টার অনুষ্ঠিত হয়েছে। শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলার ফিল্ড সুপারভাইজার জনাব শামসুদ্দোহা, আর সভার সুষ্ঠু পরিচালনা করেন মুফতি মোঃ মমতাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার জনাব আব্দুল্লা আল মোস্তফা, সাধারণ কেয়ারটেকার ডাক্তার হাফেজ মাওলানা মোঃ মশিউর রহমান, জনাব মোঃ আনিসুর রহমানসহ উপজেলার সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার, সুপারভাইজার ও মাস্টার ট্রেইনারগণ। সভায় বক্তারা পাঠদানের মান উন্নয়ন, শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ এবং শিক্ষক-শিক্ষিকাদের দায়িত্ববোধ সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। এতে কেন্দ্রগুলোকে আরও শক্তিশালী করে তোলার মাধ্যমে কার্যক্রমের প্রভাব বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
পার্বতীপুর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের এই অনবদ্য উদ্যোগ শিশুদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি সমাজের সুস্থ মূল্যবোধের চর্চা নিশ্চিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।