ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ
মাদারীপুর সদর উপজেলা দত্তকেন্দুয়া ইউনিয়নের পশ্চিম শ্রীনাথদি গ্রামের সরদার বাড়ী জামে মসজিদ সংলগ্ন মরহুম কমলউদ্দিন সরদারের পুত্র মোঃ শাজাহান সরদার গংদের ব্যক্তিগত রেজিষ্ট্রিকৃত কেনা জায়গা যেখানে মানুষ চলাচলের জন্য একটি ঢালাইকৃত পাকা রাস্তা রয়েছে এবং উক্ত স্থানে কোনো স্থাপনা তৈরীর না করার নিষেধাজ্ঞা রয়েছে আদালতের। তার অনেক অংশ দখল করে সেখানে পাকা দালান তৈরী করছেন- একই গ্রামের বাসিন্দা মরহুম কমল উদ্দিন সরদারের পুত্র আবুল কালাম ওরফে সোহাগ সরদার। জায়গাটি দত্তকেন্দুয়া ইউনিয়নের ৪৫ নং শ্রীনাথদি মৌজায় অবস্থিত ৫৯৩ নং খতিয়ানের ৬০৭ নং দাগে অবস্থিত। উল্লেখ্য যে সোহাগ সরদার শাজাহান সরদারের সৎ ভাই। এতদসংক্রান্ত একটি খবরের ভিত্তিতে সোমবার বিকালে (২৯ সেপ্টেম্বর) সরেজমিনে সেখানে গিয়ে এর সত্যতার প্রমাণ পাওয়া যায় এবং দেখা গেছে সোহাগ সরদার সেখানে নিজে উপস্থিত থেকে দালান নির্মাণের জন্য মিস্ত্রি-লেবার নিয়ে শাজাহান সরদারের একমাত্র পুত্রের নামে ক্রয় দলিলকৃত জায়গার পাকা রাস্তাটির অনেকাংশ জবরদখল ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তাটি কেটে কাজ করছেন। এ ব্যাপারে তখন সেখানে উপস্থিত জনৈক রেজাউল সরদারের (৫০) কাছে জানতে চাইলে তিনি জানান, ঢালাইকৃত রাস্তাটি শাজাহান সরদারের একমাত্র পুত্রের নামে রেজিষ্ট্রিকৃত ব্যক্তিগত এবং উক্ত রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, সোহাগ সরদার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গায়ের জোরে সেখানে পাকা বিল্ডিং নির্মাণ করছেন। আরেক পাশ্ববর্তী বাসিন্দা মুরুব্বী হোসনেয়ারা (৭০) বেগমের কাছে জানতে চাইলে তিনি একই মতামত ব্যক্ত করেন। এছাড়াও আরেক পাশ্ববর্তী বাসিন্দা রওশন আরা (৬৫) বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, সোহাগ সরদারকে আমরা বেআইনিভাবে কাজ করে মানুষের চলাচলের দূর্ভোগ তৈরী না করতে অনুরোধ করেছিলাম কিন্তু তিনি তা না শুনে গায়ের জোরে তার দলবলের লোকজনকে সাথে নিয়ে সেখানে কাজ চলমান রেখেছেন। এ ব্যাপারে ভূক্তভোগী শাজাহান সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা অত্যন্ত ধৈর্য্যের সাথে তাকে বেশ কয়েকবার উক্ত কাজ বন্ধ রেখে আইনগত ও সামাজিকভাবে ফয়সালা করার জন্য অনুরোধ করি কিন্তু তিনি তা তোয়াক্কাই করেন না। যেহেতু আদালতের নিষাধাজ্ঞা এবং আমাদের জায়গা দখল করে কাজ না করার আপত্তি রয়েছে – এজন্য আমরা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এর প্রতিকার চাই। এর কিছুক্ষণ পরেই সোহাগ সরদার ঘটনাস্থলে উপস্থিত হন এবং সবার সামনে মিস্ত্রি-লেবারদের কাজ চালিয়ে যাবার জন্য বারবার নির্দেশ দেন। তখন অত্র প্রতিবেদক সহ অন্যান্য সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সমেত সোহাগ সরদারের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর চটে যান ও অশোভন আচরণ করেন। আদালতের ‘ইনজাংশন’ নিষেধাজ্ঞার বিষয়ে জানতে তিনি সে প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, আমি এ ব্যাপারে আপনাদের কাছে কোনো কিছু বলবো না। আমি আমার জায়গায় কাজ করছি।