বজলুর রহমান,শিবচর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা বাজারে এ সভার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলসহ অংশগ্রহণ করেন। বাবলাতলা বাজার প্রদক্ষিণ শেষে তারা সভাস্থলে সমবেত হন, ফলে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য কামাল জামান মোল্লা।
সভায় সভাপতিত্ব করেন মজিবুর রহমান (শিশু) সরদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌরসভা বিএনপির সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন খান (সেলিম)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাহাদাত হোসেন খান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান হোসেন (সাজু) মোল্লা, আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব মাদবর এবং শহিদুল ইসলাম (সহিদ চেয়ারম্যান) প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি শুধু একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনার একমাত্র পথনির্দেশনা। তারা আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারী নেতাকর্মীরা স্লোগান ও মিছিলে পুরো এলাকা মুখরিত করে তোলেন। বক্তারা বিএনপির ভবিষ্যৎ আন্দোলনকে সফল করতে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে জাতীয়তাবাদী দলীয় নেতারা আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।