মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন স্থানে অনুদান ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । এর মধ্যে উল্লেখযোগ্য মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার নদীভাঙ্গন কবলিত ৩৯ টি সনাতন ধর্মাবলম্বী পরিবারে পূজোর উপহার হিসেবে চাল, ডাল, তেল, লবণ ,চিনি ইত্যাদি বিতরণ করা হয় এবং দুটি মন্দিরে আর্থিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে (নগদ) হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম বলেন মুন্সীগঞ্জের প্রতিটি মন্দিরে
দুর্গাপূজার জন্য মণ্ডপে উপহার ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। এছাড়াও, কিছু উপজেলায় রাজনৈতিক নেতা ও বেসরকারি সংস্থাগুলোও উপহার সামগ্রী বিতরণ করছেন।