1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে লেফটেন্যান্ট কর্নেল (অব.) আজাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসরাইলকে সাহায্য করা ১৫৮ কোম্পানির তালিকা প্রকাশ আমিনপুরে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ড. ইউনূসকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি বিশ্বনেতাদের বিশ্বনাথে ৫ দফা দাবিতে জামাতের ইসলামির বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রয়ারিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামায়াতের কর্মসূচি ৫ দফা দাবী আদায়ে নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল নিখোঁজের ছয়দিন পর বৃদ্ধের মরদেহের অংশবিশেষ উদ্ধার নওগাঁয় জমিজমার দ্বন্দ্বে এক জনকে খুন’ আটক-১

পার্বতীপুরে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আয়োজনে নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

পার্বতীপুর প্রতিনিধিঃ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ খাঁসি এন্ড খাঁসি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ধুলাউদাল নিউ সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে হামিদপুর ইউনিয়নের ধুলাউদাল হাইস্কুল মাঠ প্রাঙ্গণে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমকে টেলিভিশনের চেয়ারম্যান হাবিব ইফতেখার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সদস্য ও বাংলাদেশ বেতার ও বিটিভির কন্ঠ শিল্পি ওয়াহেদুল ইসলাম, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সদস্য শওকত মাহমুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম মন্ডলসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকারিয়া বাচ্চু বলেন, খেলাধুলা হলো যুবসমাজকে সুস্থ পথে এগিয়ে নেওয়ার অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন শুধু বিনোদন নয়, তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ফুটবল টুর্নামেন্ট পার্বতীপুরের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। খেলোয়াড়রা যেন শৃঙ্খলা, অধ্যবসায় ও দলগত চেতনা নিয়ে মাঠে অংশগ্রহণ করে সেই আহŸান জানাই। আমি আয়োজকদের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও এমন ক্রীড়ামুখী উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।

প্রধান মেহমান মাহফিজুল ইসলাম মাসুম বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সবসময় তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে কাজ করে যাচ্ছে। এ ধরনের নাইট টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও দলীয় চেতনা গড়ে তোলে। আমি বিশ্বাস করি, এখান থেকে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের অনেক খেলোয়াড় উঠে আসবে। আমরা সবসময় ক্রীড়ার উন্নয়ন ও খেলোয়াড়দের পাশে থাকার চেষ্টা করব।

আরাফাত রহমান কাকো ক্রীড়া সংসদ খাঁসি এন্ড খাঁসি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট পার্বতীপুরের ক্রীড়ামোদী মানুষদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের প্রেরণাদায়ী বক্তব্য খেলোয়াড় ও তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করেছে। আয়োজকদের প্রত্যাশা এই টুর্নামেন্টের মাধ্যমে পার্বতীপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি হবে এবং সমাজে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে।প্রকাশক দৈনিক আলোকিত নিউজ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট