আমিনপুর থানা প্রতিনিধিঃ
আমিনপুর থানাধীন আহম্মদপুর ইউনিয়নের আলাদিপুর গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ি গ্রেফতার পাবনা জেলা ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ নাজমুল নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনা জেলা পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মশিউর রহমান মন্ডল মহোদয়ের তত্ত্বাবধানে জেলা (ডিবি),পুলিশ পাবনা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ২৩ সেপ্টেম্বর রাত ৯ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ আমিনপুর থানাধীন আহম্মদপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে তোফিজ প্রাং-এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ নাজমুল নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী,যুবকের নাম মোঃ নাজমুল প্রাং (২৬)। সে গ্রামের মৃত রায়হান প্রামানিকের ছেলে ও মোছাঃ মোমেনা বেগমের সন্তান ডিবি পুলিশ জানায়,মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে আলাদিপুর গ্রামের তোফিজ প্রাংয়ের বাড়ির সামনে পাকা সড়কে অবস্থান নিলে নাজমুলকে ইয়াবাসহ হাতে-নাতে ধরা হয়।
ঘটনার পর আটক আসামির বিরুদ্ধে আমিনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।