নাসিরনগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ছয়দিন পর মিন্নাত আলী (৬০) নামের এক বৃদ্ধের মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নাসিরনগর উপজেলার দাঁতমন্ডল গ্ৰামের ফসলী জমি থেকে নিখোঁজ মিন্নত আলীর মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।নিহত মিন্নত আলী উপজেলার সদরের দাঁতমন্ডল গ্ৰামের মৃত মকসুদ আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ছয়দিন পূর্বে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন মিন্নত আলী, পরে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি, মাইকিং করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না। আজ সকালে নিহতের ছেলে জুয়েল তার নিজ জমিতে একটি মরদেহের অংশবিশেষ বিশেষ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের অংশবিশেষ উদ্ধার করে।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা নিখোঁজ হওয়া মিন্নত আলীর লাশ, কারণ তার নিজ জমিতেই পরে ছিল মরদেহের অংশবিশেষ, পড়নের কাপড় দেখে ওনার ছেলে বিষয়টি নিশ্চিত করেছে। ডিএনএ পরীক্ষার এর পর নিশ্চিত ভাবে বলা যাবে ।