আলু ক্ষেতের জমিতে প্রখর রোদে মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে উমের আলী (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের ঝলঝলি গ্রামে এ ঘটনা। মৃত উমের আলী ওই এলাকার মরহুম পরব আলীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে বাড়ীর পাশে দুই শতক জমিতে আলু লাগানোর জন্য কোদাল দিয়ে জমি তৈরির কাজ করিছলেন বৃদ্ধ উমের আলী। হটাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহাদুজ্জামান সজিব বলেন, কয়েকদিন ধরে প্রচন্ড রোদ পড়ছে। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত কড়া রৌদ্রে মাঠে কাজ করতে হলে মাথার উপর ছাতা রাখতে হবে। সাথে ঠান্ডা পানি এবং স্যালাইন রাখার পরামর্শ দেন তিনি। এছাড়াও শরীর সহ্য করতে না পারলে শেষ বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাজ করার পরামর্শও দেন তিনি।