নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জে আসন্ন শারদীয় দূর্গো উৎসব উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির শুভেচ্ছা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার অডিটোরিয়াম হল রুমে উপজেলা বিএনপির আয়োজিত শুভেচ্ছা ও মতবিনিময় সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. জাহিদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম ফতেহ, যুবদলের সভাপতি মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল,কৃষক দলের সভাপতি কবিরুল ইসলাম বকুল প্রমুখ।
আলোচনা সভা শেষে ড.জাহিদ হোসেন উপজেলার ৬৮ টি পূজা মণ্ডপে সভাপতির হাতে নগদ অর্থ প্রদান করেন।