আব্দুল হালিম,বিশেষ প্রতিবেদকঃ
মিঠাপুকুর উপজেলায় ইউনিয়ন পরিষদে খাদ্যবান্ধব কমসুচীর চাউল বিতরণে পরিষদ চত্বরে চাউল বেচাকেনার হাট। পরিষদের ইউপি চেয়ারম্যান, সচিব, ট্যাগ অফিসার ছাড়াই চলছে চাউল বিতরণ। প্রকাশ্য পরিষদ চত্তরে চাল ব্যাবসায়ীরা ১১৩০ টাকা কার্ড প্রতি চাল ক্রয় করছেন। দেখার কেউ নেই। ২১ সেপ্টেম্বর শনিবার সরেজমিনে অনুসন্ধান চালাতে গিয়ে মিলেছে এ তথ্য ও চিত্র। ইউনিয়নগুলি হল চেংমারী, ময়েনপুর, বালুয়া মাসিমপুর, মিলনপুর ও বড়বালা ও গোপালপুর ইউপি। চেংমারী ১৬৮৪ কার্ডের অনুকুলে ৫০.৫২০ মেট্রিক টন চাল, ময়েনপুর ইউপি ১৬৮০ কার্ডের অনুকুলে ৫০.৪০০ মেট্রিক টন চাল,উক্ত চাল বিতরনে তদারকী কর্মকর্তা জানেন না। বালুয়া মাসিমপুর ইউপি ১৬৫১ কার্ডের অনুকুলে ৪৯.৫৩০ মেট্রিক টন চাল। উক্ত ইউনিয়নে তদারকি কর্মকর্তা জানেনা। বড়বালা ইউনিয়নে ১৬৪১ কার্ডের অনুকুলে ৪৯.২৩০ বরাদ্ধ।১০ বস্তা চাল বস্তা ঘরে রেকে চালদেয়া বন্ধ করেন। উক্ত ইউনিয়নে তদারকী কর্মকর্তা কে পাওয়া যায়নি। মিলনপুর ইউনিয়নে ১৬৪২ কার্ডের অনুকুলে ৪৯.২৬০ চাল বরাদ্ধ। উক্ত ইউনিয়নে ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব পাওয়া যায়নি। গোপালপুর ইউপি ১৬৪৯ কার্ডের অনুকুলে ৪৯.৪৭০ বরাদ্ধ পাওয়া যায়। বিতরণে তদারকী কর্মকর্তা কে পাওয়া যায়নি।