আশুলিয়া প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশে সাভার সরকারি কলেজ আজ সোমবার অনুষ্ঠিত হলো “নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫”। সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে সাজসজ্জা, রঙিন ব্যানার-পোস্টার ও আলোকসজ্জায় মুখরিত হয়ে ওঠে। নবীন শিক্ষার্থীদের আগমনে সিনিয়ররা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই আয়োজনকে প্রাণবন্ত করতে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর নবীনদের হাতে ফুল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন, প্রাক্তন সভাপতি,পরিচালনা পরিষদ সাভার কলেজ, ও সাবেক সংসদ সদস্য ঢাকা-১৯ সাভার। তিনি তাঁর বক্তব্যে বলেন, নতুন শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকবর্তিকা। জ্ঞানচর্চার পাশাপাশি সৎ, নৈতিক ও সাংস্কৃতিক চেতনাসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোঃ আফজাল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা জেলা সেক্রেটারি। আর সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ জহিরুল ইসলাম,অধ্যক্ষ সাভার সরকারি কলেজ। বক্তারা সবাই শিক্ষার্থীদের স্বপ্নচর্চা ও সৃজনশীলতাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
নবীন বরণের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, নৃত্য, একক ও দলীয় পরিবেশনা ছাড়াও নাটিকা উপস্থাপন করে। ছোট ছোট সৃজনশীল পরিবেশনায় শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার প্রকাশ ঘটে। দর্শক এবং উপস্থিত অতিথিরা প্রাণভরে উপভোগ করেন অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী এক নবীন শিক্ষার্থী জানায়, প্রথম দিনেই এমন বর্ণাঢ্য আয়োজন আমাদের ভীষণ অনুপ্রাণিত করেছে। আমরা এই পরিবারের অংশ হতে পেরে গর্বিত।
দিনব্যাপী আয়োজনে ক্যাম্পাসে তৈরি হয় এক মিলনমেলার আবহ। নতুন-পুরোনো শিক্ষার্থীদের মিলন, শিক্ষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও স্মরণীয় করে তোলে।