শিবগঞ্জ প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার পাকুড়তলা বাজারে ফুড ভিলেজ সংলগ্ন ঢাকা- রংপুর মহাসড়কে দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে আহত তিনজন সহ চালকের তৎক্ষনাৎ মৃত্যু ঘটে।
আজ (শনিবার) ভোর ৫.৪০ মিনিটে ঢাকা থেকে আসা পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রংপুর গামী ট্রাকের পিছনে সজোড়ে ধাক্কা দেয়। দুমড়ে মুচড়ে যায় দুটি ট্রাক।
প্রত্যক্ষদর্ষীরা জানান,সংঘর্ষ ঘটার সময় বিকট শব্দে তারা এগিয়ে যায়। ট্রাকটি এতো বিধ্বস্ত হয়েছিল যার ফলে চেষ্টা করেও ড্রাইভারকে গাড়ির মধ্যে হতে উদ্ধার করতে না পারায় দ্রুত ফায়ারসার্ভিসে কল করে। চালক উদ্ধার হলেও ততক্ষণাত তার প্রান যায়। নিহতের খবর নিশ্চিত করেছেন মেডিকেল টিম।
হাইওয়ে পুলিশ অফিসার জানান, ঘটনাস্থলে হতে তাদের অবহত করা হলে তারা সেখানে পৌছায়। দ্রুত হেলপার,চালকদের উদ্ধার করা হয়। ট্রাক দ্বয়ের হেলপারদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত হয়েছেন ৩ জন। নিহত চালকের পরিচয় এখনো পাওয়া যায় নি। পরিচয় শনাক্তে টিম কাজ করছে।