1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর ৫-পার্বতীপুর-ফুলবাড়ী মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ এজেড এম রেজওয়ানুল হকের ৫ হাজার মটর বাইকের শোডাউন মুন্সীগঞ্জে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ গ্রাফিতি উদ্বোধন শৈলকুপায় এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন মাফিয়াদের গুলিতে লিবিয়ায় নিমিষেই জীবন প্রদীপ নিভে গেলো জীবন ঢালীর শিবগঞ্জ পাকুড়তলায় ট্রাক সংঘর্ষ নিহত-১ আজ পরমাণু ইস্যুতে ইরানের শেষ চেষ্টা, জাতিসংঘে ভোট টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা চুয়াডাঙ্গায় ডিসি ইকোপার্ক মৎস্য অবমুক্তকরণ ও মসজিদ এবং শিশু পার্ক উদ্বোধন জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর গোয়ালঘর থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

মাফিয়াদের গুলিতে লিবিয়ায় নিমিষেই জীবন প্রদীপ নিভে গেলো জীবন ঢালীর

  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদরের মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামের আবুল কালাম ঢালীর পুত্র জীবন ঢালী (২২)। স্বপ্নের দেশ ইতালিতে যাবার জন্য দালালদের মাধ্যমে সাত সমুদ্র তের নদী পাড়িয়ে দিয়ে পৌঁছেও গিয়েছিলেন লিবিয়ায়। সেখান থেকে ইতালিতে যাবেন, ফিরিয়ে আনবেন পরিবারের আর্থিক স্বচ্ছলতা- এমন আসা বুকে বেঁধে প্রায় ৬ মাস আগে পরিবার রেখে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের ঐ যুবক জীবন ঢালী। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পথে ইতালিতে প্রবেশের স্বপ্ন ছোঁয়ার আশায় অনেকের সাথে একটি ইঞ্জিন চালিত নৌকাও চড়ে বসেছিলেন তিনি। নিয়তির নির্মম-নিষ্ঠুর পরিহাসে শেষ পর্যন্ত ভাগ্য তার সহায় হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতেই শেষ পর্যন্ত নিমিষেই শেষ হয়ে গেছে জীবন ঢালীর জীবন প্রদীপ।

গত ৮ সেপ্টেম্বর/’২৫ তারিখে লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি। এ খবর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জীবন ঢালীর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড জৈয়ার গ্রামে পৌঁছালে পরিবারে শুরু হয় শোকের মাতম। বিষয়টি তখন ঐ এলাকায় লোকমুখে জানাজানি হয়ে যায় এবং যা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এরই প্রেক্ষিতে সেখানে সাংবাদিকরাও ছুটে গিয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। শনিবার (২০ সেপ্টেম্বর) নিহতের পরিবারের আপনজনদের কাছে লিবিয়ায় জীবন ঢালীর নিহত হওয়া সম্পর্কে জানতে চাইলে তারা জীবন ঢালীর নিহতের বিষয়টি নিশ্চিত করে হাউ মাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন, নিহতের পিতা আবুল কালাম ঢালী জানান, আমার ছেলেকে বিগত ছয় মাস আগে মানবপাচারকারী চক্র ভুলিয়ে-ভালিয়ে ইতালি যাবার প্রলোভনে ফেলে মাথা নষ্ট করে ফেলে, আমরা তাকে প্রথমে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইতালি পাঠাতে অনীহা প্রকাশ করি। কিন্তু সে তাতে রাজি না হয়ে আমাদের চাপাচাপি করতে থাকলে একপর্যায়ে আমরা রাজি হই, যেটা ছিলো আমাদের চরম ভুল। আজ আমরা আমাদের সেই ভুলের খেসারত পুত্রের জীবনাবসান এর মাধ্যেম পেলাম। আর যেনো কোনো বাবা-মা তাদের ছেলেকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে না দেয়। আমরা এ হত্যার জন্য দায়ী মানব পাচারকারীদের কঠিন শাস্তি চাই।

পারিবারিক ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, জীবন ঢালীর মৃত্যুর বিষয়টি লিবিয়ায় থাকা তার সফর সঙ্গীরা ফোন করে পরিবারকে নিশ্চিত করেছেন। প্রায় ৬ মাস আগে মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল জনৈক রাসেল নামের একজন ও তাদের এজেন্ট হয়ে কাজ করা আরো কিছু দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাবার উদ্দেশ্যে লিবিয়া যায় জীবন ঢালী। দালাল রাসেল দেশে থাকেন না, তিনি বিদেশে বসে তার দেশীয় এজেন্টের মাধ্যমেই লিবয়া ও অন্যান্য জায়গা দিয়ে ইতালি-স্পেন সহ বিভিন্ন দেশে লোক পাঠান বলে জানিয়েছেন স্থানীয়রা। লিবিয়ায় নেবার পরে সেখানে কয়েকমাস গেম ঘরে রাখা হয় ইতালি-স্পেন সহ ঐসব দেশে গমনেচ্ছু যুবক-তরুন সহ বিভিন্ন বয়সের লোকদের। অনেক সময় গেম ঘরে রেখে বিভিন্ন কৌঁশলে তাদের মারধরও করা হয় কন্ট্রাক্ট করার টাকার চাইতে আরো বেশী টাকা আদায় করার জন্য। যে সব ভিডিও করেও বাংলাদেশে থাকা অভিভাবকদের দেখিয়েও অনেক সময় দূর্বল করে আরো অধিক টাকা আদায় করা হয়।

মাফিয়াদের গুলিতে নিহত হওয়া জীবন ঢালী সম্পর্কে এলাকাবাসী জানায়, সে অত্যন্ত একজন সহজ-সরল ও মিশুক ধরণের ভালো ছেলে ছিলো। দালালদের খপ্পরে পড়ে এভাবে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে বিষয়টি জানার পর থেকে তার পরিবারের আপনজনের পাশাপাশি আমরাও অত্যন্ত মর্মাহত, আমরা দায়ী দালালদের কঠোর শাস্তির দাবী জানাচ্ছি সরকারের কাছে। এছাড়াও এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিয়ে নিহতের পরিবারকে সহায়তা করার দাবি জানিয়েছেন তারা। এ ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রামবাসি।

এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে মাদারীপুরসহ দেশের বিভিন্ন এলাকার অনেক যুবক দালালের খপ্পরে পড়ে জীবন হারাচ্ছেন । মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট